বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান

কারা করল এই কাজ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-01 at 2.01.06 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনির টানে সুদুর কলকাতা থেকে এল রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের সদস্যরা। রবিবার রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের ৬০ জনের সদস্য কলকাতা থেকে রওনা দিয়ে গড়বেতার গনগনিতে প্রবেশ করেন। এরপর সেখানকার প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করার পর পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন সদস্যরা। পাশাপাশি দুঃস্থ মানুষের সাহায্য করার লক্ষ্যে গড়বেতার ভট্ট এলাকায় শীতবস্ত্র প্রদান করা হয় রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের পক্ষ থেকে। জানা গিয়েছে এই দিন শতাধিক দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা অপরাজিতা রায় সিনহা জানিয়েছেন যে বিগত ৬ বছর ধরে এইরকম কর্মসূচি নেওয়া হচ্ছে। তবে আগামী দিনে যাতে আরো ভালোভাবে সাধারণ মানুষের পাশে থাকতে পারেন তারা তারই পরিকল্পনা নেওয়া হচ্ছে।

WhatsApp Image 2025-12-01 at 2.01.41 PM