বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী কত?

বাংলায় মোট ৬৩, ২২৯টি পঞ্চায়েত আসন রয়েছে। যার মধ্যে ৭৯৯৭টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।

New Update
win

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয় গত শনিবার। সোমবার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। আর আজ চলছে ভোট গণনা। জয়ের খাতা প্রথম থেকেই খুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর বেলা গড়াতেই বিরোধীরাও একে একে খুলেছে জয়ের খাতা। তবে আজকের আগেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে দলগুলি। সেই জয়ে যেরকম নাম রয়েছে তৃণমূল-কংগ্রেসের ঠিক সেরকমই নাম রয়েছে বিজেপি-সিপিএম-কংগ্রেসের।

এবার বাংলায় মোট ৬৩, ২২৯টি পঞ্চায়েত আসন রয়েছে। যার মধ্যে ৭৯৯৭টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। এছাড়া ১টিতে বিজেপি, ১টিতে আইএসএফ এবং তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বাম প্রার্থী।

অন্যদিকে, ৯৭৩০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৯৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে প্রার্থীরা। আবার, ৯২৮টি জেলা পরিষদের আসনের মধ্যে ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী,

আলিপুরদুয়ার – ১২৫২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

কোচবিহার – ২৫০৭টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে জয়ী ১৫৭টিতে

দার্জিলিং – ৫৯৮টি আসনের মধ্যে ৪০টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

কালিম্পঙ – ২৮১টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ১০টিতে বিনা ভোটে জয়ী

জলপাইগুড়ি – ১৭০১টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ২৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

এত গেল উত্তরবঙ্গের ৫ জেলার কথা। এবার আসা যাক দক্ষিণবঙ্গে –

মুর্শিদাবাদ – ৫৫৯৩টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ১৬৬টি আসনে বিনা ভোটে জয়ী

মালদা – ৩১৮৬টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ৮৪টিতে জয়ী

দক্ষিণ দিনাজপুর – ১৩০৮টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ১১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

উত্তর দিনাজপুর – ২২২০টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ৩০৯টিতে জয়ী

এছাড়া অন্যান্য জেলাতেও রয়েছে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ধারা।