ভেসে যাবে মানিকচকের ভূতনি? গোটা দ্বীপে আতঙ্ক

কেন এমন আশঙ্কা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-13 at 5.54.48 PM

নিজস্ব প্রতিনিধি, মালদা: ভেঙে গেল মালদার মানিকচকের ভূতনি দ্বীপের রিং বাঁধ। বিপদের মুখে আশেপাশের গ্রাম। রক্ষা হল না এবারও। অঝোর ধারায় বৃষ্টির মধ্যেই জলের চাপে হার মানল বাঁধ। ফলে আশঙ্কা যে ডুবছে ভূতনি। আবারও বন্যার কবলে পড়ল ভূতনি। আতঙ্কে এলাকাবাসী।

আজ সকালে ফুলহার নদীর প্রায় ৫০ মিটার অংশে রিং বাঁধ ভেঙে যাওয়ায় হু-হু করে জল ঢুকতে থাকে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। হইচই পড়ে যায়। ভূতনি দ্বীপে প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস। ফুলহার নদীর বাঁধের একাংশ ভেঙে যাওয়ায় এবার আতঙ্ক গোটা দ্বীপের বাসিন্দাদের মধ্যে। বাঁধ ভাঙা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা বলছে যে ১ কোটি ৩৭ লক্ষ টাকা দিয়ে সরকার যে বাঁধের কাজ করিয়েছে তাতে টাকা নয়ছয় হয়েছে।

WhatsApp Image 2025-08-13 at 5.54.58 PM