ঝড়ের পূর্বাভাসে আতঙ্ক: পুজোর মরশুমে কি ভাসবে দিঘা?

এখন কি পরিস্থিতি সেখানে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-24 at 5.08.09 PM

নিজস্ব প্রতিনিধি, দিঘা: শারদোৎসবের মুখে সমুদ্রতীরবর্তী দিঘা যখন পর্যটক সমাগমের জন্য সাজছে, ঠিক তখনই আবহাওয়া দফতরের সতর্কবার্তা নামছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে সমুদ্র উত্তাল, আর উপকূলীয় এলাকায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে।

দিঘা, মন্দারমণি, শংকরপুর ও তাজপুর-উদয়পুরে ইতিমধ্যেই সমুদ্রের ঢেউ অস্বাভাবিকভাবে ফুলছে। জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফর উপকূলবর্তী মানুষদের সতর্ক করেছেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে এবং হোটেল-মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স এসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, “পর্যটক এবং স্থানীয়দের নিরাপত্তা এখন প্রধান উদ্বেগের বিষয়। কিন্তু এ নিয়ে চিন্তার কোন কারণ নেই। আমরা সবরকমের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছি। দুশ্চিন্তার কোন কারণ নেই। 

পুজোর মরশুমে পর্যটন শিল্পের উপর ভর করা দিঘা-সহ উপকূলীয় এলাকার জন্য প্রকৃতির এই ভ্রুকুটি বড় ধাক্কা হতে পারে। উৎসবের আনন্দের মাঝেই নেমে এসেছে এক অনিশ্চয়তার ছায়া।

Durga

ঝড়ের পূর্বাভাস, পুজোর মরশুমে কি ভাসবে দিঘা?