/anm-bengali/media/media_files/6W0IXNgL6n6uvRtKchNv.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাবার গ্রেফতারের পর কিছু মাসের মধ্যে গ্রেফতার করা হয়েছে মেয়েকে। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারের ৮ মাস পর এবার গারদে তাঁর একমাত্র কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। বৃহস্পতিবার আদালতে তোলা হলে তাঁকে ইডি (ED) হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এখন একটাই প্রশ্ন যে অনুব্রত মণ্ডলের সঙ্গে কবে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে মেয়ে সুকন্যা মণ্ডলকে? গরু পাচারের (Cow Smuggling) টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয়ে এখনও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি অনুব্রত ও সুকন্যাকে। গরু পাচার মামলায় সিবিআই (CBI) যে চার্জশিট (Chargesheet) দিয়েছে তাতে দেখা যাচ্ছে করোনাকালেও হাজার হাজার মানুষের আর্থিক মন্দা চলাকালীনও সুকন্যা মণ্ডলের বার্ষিক আয় (Annual Income) ছিল ১ কোটি টাকা। ২০১২-১৩ সাল থেকে তাঁর সম্পত্তি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ৩ লক্ষ ১০ হাজার টাকা ছিল তাঁর বার্ষিক আয়। পরের বছর হয় ৮ লক্ষ টাকা এবং ঠিক তার পরের বছর হয় সোজা ১০ লক্ষ টাকা। ২০১৫-১৬ আর্থিক বর্ষে বার্ষিক আয় পৌঁছে যায় ৪৯ লক্ষ ৩২ হাজার টাকায়। ২০১৮-১৯ আর্থিক বর্ষে সেটা বেড়ে দাঁড়ায় ১ কোটি ২৯ লক্ষ টাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us