/anm-bengali/media/media_files/2025/05/26/OAWPuOfXY1NfxMw8chOt.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: "পাখি যদি ধর ভাই জেল ছাড়া গতি নাই" এই স্লোগান নিয়ে প্রচারে নেমেছে খড়গপুর বনবিভাগ দফতর। পূর্ব মেদিনীপুর জেলার ক্ষিরাই এলাকায় ফল হারিনি কালীপূজা উপলক্ষ্যে তপশিলি ভুক্ত আদিবাসী সম্প্রদায়ের শিকার মেলা শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর থেকে তপশিলি ভুক্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আসছে শিকার মেলাতে। তপশিলি ভুক্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে সচেতন করতে খড়গপুর বন বিভাগ দ্বারা জনস্বার্থে প্রচার চালাচ্ছে। বন্যপ্রাণী ধরা, পোষা, বন্দী করা, কেনাবেচা করা, খাওয়া এবং স্বীকার করা ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। পরিনাম ৭ বছর পর্যন্ত কারবাস অথবা ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা অথবা উভয় সাজাই হতে পারে।
খড়গপুর ডিভিশনের এ ডি এফ ও চিন্ময় বর্মন জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্যপ্রাণী যাতে শিকার না হয় তার জন্য মেলা চলাকালীন গত ৩ দিন ধরে, খড়গপুর বন দফতরের পক্ষ থেকে খড়গপুর, শ্যামচক, রাধামোহনপুর, বালিচক , রেল স্টেশনগুলিতে বন দফতরের কর্মীরা রয়েছে যারা প্রচার করছে ও চেকিং চালাচ্ছে। তিনি আরো বলেন, "এই প্রচার করে আমার অনেকটা সফল হয়েছি। রাধামোহনপুর স্টেশনে ৫০ জনের একটি দল এসেছিল। তাদেরকে বুঝিয়ে নিরস্ত্র করে বাড়ি পাঠানো সম্ভব হয়েছে। আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে। আমরা বোঝাতে পারছি মানুষজনকে। আশা করি বন্যপ্রাণী শিকার আমরা শূন্যতে নিয়ে যেতে পারব"।
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us