New Update
/anm-bengali/media/media_files/3JinplmyTCmgHo90jpvu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রচণ্ড গরমে নাজেহাল বন্যপ্রাণ। কাহিল হয়ে পড়েছে রয়্যাল বেঙ্গলও (Royal Bengal Tiger)। এই অবস্থায় বাঘেদের স্বস্তি দিতে বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে বন দফতর। সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে দিনে অন্তত ২ বার স্নান করানো হচ্ছে বাঘেদের। তাদের জন্য় ২৪ ঘণ্টা পাখা চালিয়ে রাখা হচ্ছে। খাওয়ানো হচ্ছে ORS। বাঘের খাচায় বড় পাত্রে রাখা হয়েছে জল। ব্যবস্থা করা হয়েছে বাথটবের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us