বিপর্যস্ত বন্য পরিবেশ, ডুয়ার্সের জঙ্গলে মদের বোতল, প্লাস্টিক

দূষণ ঢুকে পড়েছে বন্য পরিবেশেও।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-10 at 3.38.17 PM

নিজস্ব প্রতিনিধি, ডুয়ার্স: বিপর্যস্ত বন্যপ্রাণ, সমগ্র উত্তরবঙ্গের অভয়ারণ্যগুলি যেন সবুজয়ানকে ছেড়ে গ্রাস করেছে প্লাস্টিককে। অভিযোগ, প্রশাসনিক ও বনদপ্তরের মনোযোগের অভাবে ক্ষতিগ্রস্ত প্রাণীকূল। প্রাকৃতিক সৌন্দর্যসহ প্রাণীদেরকে চিরতরে বাঁচিয়ে রাখতে উত্তরবঙ্গ ডুয়ার্স জুড়ে রয়েছে একাধিক পরিবেশপ্রেমী সংগঠন যারা বনদপ্তরের সঙ্গে একাধিকবার বৈঠকের পরেও সুরাহা না পেয়ে, নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে পরিবেশের এই ভারসাম্যকে বজায় রাখতে এবং প্রাণীদের সহায়তা করতে নিয়েছে একাধিক পদক্ষেপ। নিজেরাই চালায় বনাঞ্চলে সাফাই অভিযান। তেমনি ডুয়ার্স অভয়ারণ্যে সাফাই অভিযানে গেলেই উঠে আসে ভয়ংকর চিত্র। হাতির বিষ্ঠায় মিলছে প্লাস্টিক। সমগ্র বনাঞ্চলে দেখা মিলল রাজনৈতিক দলের পতাকা সহ মদের বোতল, প্লাস্টিকের গ্লাস ও অন্যান্য পরিবেশ অবান্ধব বর্জ্য পর্দার্থের। স্বাভাবিকভাবেই এই দৃশ্য উঠে আসতেই বনদফতরকে দুষছেন পরিবেশ প্রেমীরা। অবিলম্বে প্লাস্টিক বন্ধের আর্জি জানিয়ে সরব তারা।

Screenshot 2025-12-10 151206