New Update
/anm-bengali/media/media_files/75wPvaDh3VYFmeeZISEJ.jpg)
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম থানার বামুনমারা গ্রামে। প্রতিদিনের মতই স্বামী এবং স্ত্রী এর মধ্যে তুমুল অশান্তি চলছিল। সেই অশান্তি চরম আকার নিলে বাড়ির কিছুটা দূরে মহুল গাছের তলায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে স্বামী।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দেখতে পান বছর ষাটের বৃদ্ধা কনিকা বেরা মহুল গাছের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। এমনকি গলায় একাধিক জায়গায় ক্ষত রয়েছে। মৃতদেহ দেখে খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে পাঠায়।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us