New Update
/anm-bengali/media/media_files/1000066594.jpg)
নিজস্ব সংবাদদাতা: পারিবারিক অশান্তির জেরে বঁটি দিয়ে স্ত্রীর গলা কেটে খুন৷ তারপর আত্মঘাতী হন স্বামীও৷ ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরে ৷ জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অধীর চন্দ্র মণ্ডল (৫২) এবং স্ত্রী নয়নতারা মণ্ডল (৪৭) ৷ পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন অধীর ৷
/anm-bengali/media/media_files/2025/01/31/A7wvtH57R5HjzLQSSoF4.jpg)
সোমবার সকালে ভয়াবহ ঘটনাটি সামনে আসায় তারকেশ্বর থানায় খবর দেন স্থানীয়রা৷ সূত্রের খবর,
রবিবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে চরম অশান্তি হয় ৷ এমনকী, সোমবার সকাল ৮টায় মেয়ে টিউশন পড়তে যাওয়ার পর ফের অশান্তি শুরু হয় দু'জনের ৷ তার কিছুক্ষণের মধ্যে এই ঘটনা ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে তারকেশ্বর থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us