ন্যার্য DA কেন দেন না? মুখ্যমন্ত্রীকে সোজা প্রশ্ন গৌর মন্ডলের

কি বললেন গৌর মন্ডল?

author-image
Aniket
New Update
New Project (5)

নিজস্ব সংবাদদাতা: এবার DA প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সোজা নিশানা করলেন কালনা বিজেপির ৪ নম্বর মন্ডল সভাপতি গৌর মন্ডল। তিনি মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ দাগলেন। তিনি বলেছেন, "বলি মাননীয়া আপনাকে হিন্দুু প্রণাম করতে হয় জগন্নাথ মন্দির করে। ভোট বাড়াতে হয় পূজার অনুদান দিয়ে। তাতে আমাদের মাথা ব্যাথা নেই। কিন্তুু ন্যার্য DA কেন দেন না।"

গৌর মন্ডলের এই ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, দূর্গা পুজোর অনুদান হিসাবে এবছর চমক দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৮৫ হাজার থেকে বাড়িয়ে সোজা অর্থের সংখ্যাটা হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা। এবার বিষয় নিয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন কালনার এই বিজেপি নেতা।