/anm-bengali/media/media_files/2025/06/15/BNNx8QMzRbaEzZJMNG0W.png)
নিজস্ব প্রতিনিধি: "বড় বড় রাস্তার যা কাজ হয়েছে, তা শুধু সবং আর পিংলায় হয়েছে। ডেবরায় কোনো বড় রাস্তার কাজ দেখতেই পাচ্ছি না। যাদেরকে ভোটে জেতালাম তারা কী করছেন?", বিস্কোরক ডেবরার ৩ নং সত্যপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা। তিনি বলেন, "গ্রাম পঞ্চায়েত লেভেলের যা ছোটো ছোটো কাজ আমরা তা করছি। কিন্তু এলাকায় যে বড় বড় রাস্তা দরকার, যা পঞ্চায়েত সমিতি, ব্লক বা জেলা পরিষদ থেকে হবে তা থেকে কোনো রাস্তা ডেবরা বা আমার গ্রাম পঞ্চায়েতে হচ্ছে না কেন? প্রতিবারেই টেন্ডার হলে সবং আর পিংলায় বড় বড় রাস্তার কাজ বেরোয়। কিন্তু আমাদের ডেবরায় বেরোয় না। কেনো বেরোয় না? যাদেরকে আমরা ভোটে জেতালাম, জেলা পরিষদে, পঞ্চায়েত সমিতিতে- তারা কী করছেন? কেন হচ্ছে না রাস্তা? এই নিয়ে কদিন আগেও সোস্যাল সাইটে ক্ষোভ প্রকাশ করেন ৩ নং সত্যপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওই অঞ্চলের উপপ্রধান চন্দন বেরা।
/anm-bengali/media/media_files/2025/06/15/X0ele45g3FN1FFL8YX3j.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us