New Update
/anm-bengali/media/media_files/wANhE0zrRaLcrdezOl8f.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার বোধহয় দুয়ে-দুয়ে চার হয়ে গেল। এতোদিন যা ধোঁয়াশা ছিল, তাই স্বচ্ছ হল এবার। গতকাল সন্দেশখালিতে সিবিআই-এনএসজি যে যৌথ অভিযান চালিয়েছে সেই অভিযানের পরই উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
সিবিআই মনে করছে, গত ৫ জানুয়ারি যখন সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে এসেছিল ইডি, তখন ইডির ওপর আক্রমণের কারণ এটাও হতে পারে যে সেই সময় এই অস্ত্রগুলি শাহজাহানের বাড়িতেই ছিল। সেগুলিকেই আড়াল করতে চেয়েছিল শাহজাহান। আর তাঁর গ্রেফতারির আগে পর্যন্ত সে সেই গুলি অন্যত্র সরিয়ে দেয়। তাই এবার এই তদন্তের আরও গভীরে পৌঁছতে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে শেখ শাহজাহানকে।
/anm-bengali/media/media_files/CayJIpXJqzLDHHwKSbWu.jpg)
/anm-bengali/media/media_files/Qgz9HYWXQJA8Uzs1TQki.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us