কাজলের 'তরমুজ'-কটাক্ষ!

কাকে তরমুজ বলে 'কটাক্ষ' করলেন কাজল?

author-image
Jaita Chowdhury
New Update
dsaa

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বীরভূমে বেশ কিছু 'তরমুজ' রয়েছে। বীরভূমের নানুরে শহিদ স্মরণ অনুষ্ঠানে বার্তা দিলেন কাজল শেখ। এদিন তৃণমূলে থেকে যারা গদ্দারি করছে তাদের চিহ্নিত করা হচ্ছে। পাপুড়ি গ্রামের এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হলেও যোগ দেননি জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-সহ কোর কমিটির ৫ সদস্য। 

ASD
ফাইল চিত্র