বৃষ্টি আসছে! গরমে আজ পুড়ে গেলেও স্বস্তির খবর

রাজ্যে আগামী কয়েক দিন ধরে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে। ফলে আবার ফিরে আসবে গরম। কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

New Update
rain

নিজস্ব সংবাদদাতা: গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজলেও আপাতত আর ঝড়বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি রাজ্যে। সোমবার থেকে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেলেও সোমবার পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, সেটাও জানান আবহবিদেরা। 

জানা গেছে যে আজ শুধুমাত্র ৩টি রাজ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ছাড়া দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই আজ। কলকাতায় বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে উত্তরবঙ্গ আজ শুকনো থাকবে।