সারমেয়দের মাঝে রোগী! পেট ভরাতে ভরসা উচ্ছিষ্ট! কোথায় মানবিকতা? দায় কার?

মর্মান্তিক! হাসপাতালে নয়, রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের বাইরে বিশ্রামাগাড়ে, সারমেয়দের মাঝে। দুর্গাপুরে অমানবিকতার চূড়ান্ত নিদর্শন।

author-image
Pallabi Sanyal
New Update
েোে

হরি ঘোষ,দুর্গাপুর : আরো একবার অমানবিকতার ছবি দেখলো দুর্গাপুরের মানুষ। খোদ সরকারি হাসপাতালের দোরগোড়ায় সারমেয়দের মাঝে ঠাঁই হয়েছে  মুর্মুষ রোগীর। মুখে মাছি ভন ভন করছে, এক্কেবারে যেন নিথর দেহের মতো পড়ে রয়েছেন। স্থানীয়দের দেওয়া উচ্ছিষ্ঠ খেয়ে বেঁচে রয়েছেন ওই রোগী। জানা গিয়েছে, মাস দুয়েক ধরে ওই মুর্মুষ রোগী পড়ে রয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের দোরগোড়ায় থাকা বিশ্রামাগারের ভেতর। বাড়ির লোকজন হাসপাতালে ভর্তি করে দিয়ে গিয়েছিল এই রোগীকে, এরপর আর নিয়ে যায়নি তাকে,ফের তিনি অসুস্থ হয়ে পড়েন, এরপর যেভাবেই হোক তার ঠাঁই হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের বাইরে বিশ্রামাগারে যেখানে সারমেয়দের মাঝে পড়ে রয়েছে মুর্মুষ  রোগী। এ তো নতুন কিছু নয়, এই ঘটনায় প্রতিক্রিয়া দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার ডক্টর ধীমান মন্ডলের। কিন্তু প্রশ্ন উঠছে, এইভাবে সরকারি হাসপাতালের বিশ্রামাগারে পড়ে থাকা মুর্মুষ রোগীকে কি হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া যেত না? একটু মানবিকতার ছবি কি আশা করা যায় না সরকারি হাসপাতাল গুলির থেকে?