New Update
/anm-bengali/media/media_files/NmhFwQ58BGLuboYBfoze.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তথাগত রায়। সাধারণত রাজ্য সরকারের বিরুদ্ধেই মন্তব্য করে থাকেন তিনি। যার ফলে একাধিক ঘৃণা যুক্ত মন্তব্যও শুনতে হয় তাকে। তবে তার উত্তরও তিনি সদর্পে দিয়ে থাকেন।
/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
এবার এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় রীতিমত গালাগালি দিয়ে তার মৃত্যু কামনা করেছেন। যার উত্তরও সদর্পে দিয়েছেন তথাগত রায়। তিনি বলেছেন, "এটিই চোর মুলোদের লাখ কথার এক কথা। এই কথাটি শুনে আমার রীতিমত গর্ব হচ্ছে"। তথাগত রায়ের এই ট্যুইট ও পাল্টা ট্যুইটকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে।
এটিই চোর মুলোদের লাখ কথার এক কথা। এই কথাটি শুনে আমার রীতিমত গর্ব হচ্ছে। https://t.co/V30q5ESB2o
— Tathagata Roy (@tathagata2) May 23, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us