পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার

কেন চালু হল এই নম্বর ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-12-12 at 4.27.14 PM

NNNN

নিজস্ব সংবাদদাতা : অনেক সময় পুলিশের কাছ থেকে সাধারণ মানুষদের পেতে হয় দুর্ব্যবহার। অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষের অভিযোগ নিতে অস্বীকার করেন থানা।এবার পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ জানানোর জন্য একটি whatsapp ৭০৪৭৯৮৯৮০০ নাম্বার সর্বসাধারণের জন্য দিলেন। এই নাম্বারে whatsapp করে অভিযোগ জানালে জেলা পুলিশ হেডকোয়ার্টার থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Police

এবং পুলিশের  বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
 তাছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়েও তিনি বলেন যারা ট্রাফিকের কাজ করবেন যে সমস্ত পুলিশ অফিসার তাদের বুকেতে ক্যামেরা যেন থাকে আর যদি ক্যামেরা না থাকে তাহলে সরাসরি পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ জানাতে।