কী বলছেন কলকাতা নাখোদা মসজিদের ইমামের মৌলানা?

কী বলছেন কলকাতা নাখোদা মসজিদের ইমামের মৌলানা মহম্মদ সফিক কাশমি?

author-image
Jaita Chowdhury
New Update
লন্ডনে বায়তুল ফুতুহ মসজিদে আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের শান্তি সিম্পোজিয়াম ও নতুন ভবন উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা: সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া কলকাতা নাখোদা মসজিদের ইমামের মৌলানা মহম্মদ সফিক কাশমির। জানালেন, ''আমাদের লড়াই হিন্দু-মুসলিমদের মধ্যে নয়। আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ-আন্দোলন করুন। অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল, ধর্মের প্রতি আমাদের আস্থা রয়েছে'। 

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনদের  গ্রেফতার

'