স্কুলে শিক্ষকের অভাব! নিজে মাইনে থেকে পড়ুয়াকে বেতন দিয়ে ক্লাস চালাচ্ছেন শিক্ষিকা

ডেবরার এই স্কুলের ভবিষ্যত কি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-09-04 160529

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আসানপুর বিদ্যাসাগর এস এস কে স্কুলে পঠন পাঠন নিয়ে এবং স্কুলের ভবিষ্যত নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন এলাকাবাসী। গ্রামবাসীর অভিযোগ, স্কুলের শিক্ষিকা ঠিক মতো পঠন পাঠন করান না, ঠিক মতো স্কুলে আসে না, অফিসিয়াল মিটিং এবং বিভিন্ন কাজে বাইরেই থাকেন। বর্তমানে স্কুল চালানোর জন্য শিক্ষিকা উমারানী জানা নিজের বেতন থেকেই দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্রকে বেতন দিয়ে তার দ্বারা স্কুল চালনা করছেন। স্কুলে পঠন পাঠনের জন্য নেই পর্যাপ্ত পরিমাণের লাইটের ব্যবস্থাও। বর্তমানে স্কুলে হাজিরার সংখ্যা ১০ থেকে ১৫ জন। যেই শিক্ষিকা আছেন তিনি আর ৩ মাস কাজ করবেন। তারপর তার অবসর।তাহলে স্কুলে এবার কী হবে এই প্রশ্ন তুলছে  এলাকাবাসী। 

আদিবাসী অধ্যুষিত এলাকার এই স্কুল কি তাহলে বন্ধের পথে? যদিও এই বিষয়ে দফতরের কেউ মুখ খুলতে চাইছেন না। তবে সূত্রের খবর, ২০১৩ সাল থেকে এই ধরনের স্কুলগুলির ক্ষেত্রে নিয়োগে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই থেকেই এই স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। 

Screenshot 2025-09-04 160557