New Update
/anm-bengali/media/media_files/KsXKgFlwQmD7Mac67qZw.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: রাজনীতির ইতিহাসে এ এক বিরল ছবি। জনতার ভয়ে গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা। সন্দেশখালি এমনই অনেক টুকরো টুকরো ইতিহাসের জন্ম দিচ্ছে। আজ ফের একবার নতুন করে উত্তপ্ত বেড়মজুর। লাঠি, ঝাঁটা হাতে ক্ষীপ্ত গ্রামের প্রমীলা বাহিনী। তাঁদেরকে রুখতে বদ্ধপরিকর পুলিশ ও র্যাফ। আর এর মধ্যে প্রাণ বাঁচাতে অন্যের বাড়িতে গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা তথা সিরাজউদ্দিন ঘনিষ্ঠ অজিত মাইতি।
এতোটাই ভয় পেয়েছেন তিনি, যে সামনে যার বাড়ি পেয়েছেন ঢুকে পড়েছেন। বাড়ির বাসিন্দা নিজে বাড়ির বাইরে দাঁড়িয়ে। অথচ তারপরও অজিত মাইতি বুঝে উঠতেই পারছেন না ‘তিনি ঠিক কি দোষ করেছেন’? বারবার একটাই প্রশ্ন করছেন, ‘কি করলাম তাই বুঝতে পারছি না’। অথচ গ্রামের মহিলাদের তাঁর বিরুদ্ধে রয়েছে একগুচ্ছ অভিযোগ। আর তা নিয়েই এখন নতুন করে সরগরম বেড়মজুর।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us