তৃণমূল নেত্রীদের মুখে রক্তচাপ বেড়ে গেছে!- এ কি বলছেন তরুণজ্যোতি?

কি বলছেন তরুণজ্যোতি?

author-image
Aniket
New Update
z

File Picture

নিজস্ব সংবাদদাতা: তরুণজ্যোতি তিওয়ারির ট্যুইট ঘিরে ফের শোরগোল শুরু হয়েছে। তরুণজ্যোতি তিওয়ারি ভোটার লিস্ট সংস্কার নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন। তিনি বলেছেন, "ভোটার লিস্ট সংস্কার মানেই তৃণমূলের কাঁপুনি!

ভোটার তালিকা বিশুদ্ধকরণ শুরু হতেই তৃণমূল নেত্রীদের মুখে রক্তচাপ বেড়ে গেছে!

বিহারে ইতিমধ্যেই প্রায় ৩৫ লক্ষ ভুয়ো ভোটার বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে এই সংখ্যা ১ কোটিরও বেশি হতে পারে বলে আশঙ্কা। আর সেটাই তৃণমূলের দুঃস্বপ্ন! কারণ 

✅ তাদের তৈরি ভুয়ো ভোটার বাহিনী – যাদের দিয়ে ভোট লুট হতো, যারা সীমান্ত পেরিয়ে এসেছে রোহিঙ্গা-বাংলাদেশি পরিচয়ে – তাদের নাম প্রথমেই কাটবে।

✅ ব্ল্যাকমেল হওয়ার ভয় – বহু নেতা/নেত্রী টাকা খেয়ে ফেক ভোটার আইডি করিয়ে দিয়েছেন। এখন সেইসব লোক আইডি বাতিল হলে টাকা ফেরত চাইবে। কাকে কোথায় পালাতে হবে, সেটাও হিসেব করতে হচ্ছে!

✅ তাই তো কৃষ্ণনগরের কাকিমা মহুয়া মৈত্র ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে—ভোটার লিস্ট সংস্কার বন্ধ করতে! কিন্তু সুপ্রিম কোর্ট পাত্তাই দিল না। কারণ এতো স্বচ্ছতা রোধ করার চেষ্টা!

🔻 প্রশ্ন তোলার সময় এসেছে:

👉 সীমান্তে কাঁটাতারের জমি দেয় না TMC সরকার – কেন?

👉 রোহিঙ্গা-বাংলাদেশিদের বসবাস ও ভোটার আইডি বানানোর সুবিধা দেয় কারা?

👉 জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের শুদ্ধতা নিয়ে এত আপত্তি তৃণমূলের কেন?

👉 কারা ভয় পায় ভোটার লিস্ট শুদ্ধ হলে?

🔴 কারণ স্পষ্ট — তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই ভুয়ো ভোটার, জাল পরিচয় ও টাকা-ভোট-সিন্ডিকেটের ওপর দাঁড়িয়ে আছে।

তাই ভোটার তালিকা সংস্কার মানেই তৃণমূলের শ্বাসরোধ!
এটা শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয় — এটা গণতন্ত্র রক্ষার যুদ্ধ!"

fg

তরুণজ্যোতি তিওয়ারির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।