পোশাকের আড়ালে ওটা কী? এখন থেকেই আতঙ্কের পরিবেশ?

পঞ্চায়েত নির্বাচনের আগেই আতঙ্কের পরিবেশ রাজ্যে। ভয়াবহ পরিস্থিতি। কোমরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছেন তৃণমূলের অঞ্চল সভাপতি! গ্রেফতার।

author-image
Pallabi Sanyal
New Update
১২া

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের আগে দ্বিতীয় দিনের মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। ডোমকল বিডিও অফিসে মনোনয়ন জমা শুরু হতেই চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিরোধীদের মনোনয়নে বাধা দানের অভিযোগ ওঠে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হলে নামে পুলিশ, ব়্যাফ। শুরু হয় লাঠিচার্জ। এরই মাঝে নজরে এল তৃণমূল অঞ্চল সভাপতি  বাসির মোল্লার কোমরে  গোঁজা আগ্নেয়াস্ত্র। সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি তিনি। তার কাছ থেকে ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতিকে। পঞ্চায়েত নির্বাচনের আগেই যদি এভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, তবে নির্বাচনের দিন ভোটাররা কীভাবে নির্ভয়ে ভোট দিতে যাবেন বুথে, উঠছে প্রশ্ন। মনোনয়নকে কেন্দ্র করে যেভাবে লাঠি সোটা নিয়ে আক্রমণ চালানো হচ্ছে তাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আদৌ সম্ভব কিনা তা নিয়েও সুর চড়িয়েছে বিরোধীরা।