দুষ্কৃতী হামলা! কী জানালেন সিপিআইএম নেতা?

বাম প্রার্থীদের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ অন্ডালে। কাঠগড়ায় তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসকদলের।

author-image
Pallabi Sanyal
New Update
cpim.

ফাইল ছবি

হরি ঘোষ, অন্ডাল : দুষ্কৃতী হামলার অভিযোগ!  অন্ডালের সিপিআইএম নেতা অঞ্জন বক্সী জানান দুটি চার চাকার গাড়িতে করে দুষ্কৃতীরা এসে হামলা করে প্রার্থীদের বাড়িতে। প্রার্থীরা কেউ বাড়িতে না থাকায় তাদের বাড়ির আসবাব পত্র, মোটরবাইক ভাঙচুর করা হয় । দুষ্কৃতীরা যে দুটি গাড়িতে এসেছিল সেই গাড়ির নম্বর বীরভূমের জেলার বলে সিপিএমের তরফে দাবি ।  তৃণমূল বাইরে থেকে দুষ্কৃতিদের এনে এদিন হামলা চালায় বলে দাবি করেন অঞ্জন বাবু । পাশাপাশি তিনি জানান, হামলার অভিযোগ হোয়াটস অ্যাপের মাধ্যমে পুলিশকে জানানো হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনায় ছড়ালে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে সিপিআইএম কর্মী সমর্থকরা এলাকার নিরাপত্তার দাবিতে সরব হন। ঘটনার প্রতিবাদে বেলা দুটো নাগাদ অন্ডাল-উখড়া রোডের খান্দরা শিবতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মী সমর্থকেরা । হামলার অভিযোগ উঠছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে ।