New Update
/anm-bengali/media/media_files/B3Wj67nsZrwsaxzO90NJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাবার পর এবার গ্রেফতার হলেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। গরু পাচার
(Cow Smuggling) মামলায় অনুব্রতর (Anubrata Mondal) পর এবার ইডির স্ক্যানারে (ED) মেয়ে। ৫ দিনের হেফাজতে (ED Custody) রাখা হবে তাঁকে। গতকাল রাতে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। সুকন্যার কাল প্রথম রাত ছিল ইডি অফিসে। কী দেওয়া হলো তাঁকে খেতে? স্বাস্থ্য পরীক্ষার পর (Health checkup) রাত প্রায় ন’টা নাগাদ ইডি অফিসে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গিয়েছে যে ডিনারে খেয়েছিলেন রুটি,সবজি ও স্যুপ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us