/anm-bengali/media/media_files/piCKy5rvOFY7xCf21E2h.jpg)
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, গড়বেতা : পশ্চিম মেদিনীপুর জেলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ফের বিজেপির পোলিং এজেন্টকে তুলে নিয়ে এসে মারধরের অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। সবং, দাঁতনের পর এবার ঘটনাস্থল গড়বেতার মায়তা অঞ্চলের খুনবেড়িয়া। শুক্রবার সন্ধ্যায় বিজেপির পোলিং এজেন্ট বরুণ রুইদাস কে শাসক দল তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে এসে ব্যাপক মারধরের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় গড়বেতা গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হলে শুক্রবার গভীর রাতে ওই বিজেপি কর্মীকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে পৌঁছায় রাজ্য বিজেপির সহ-সভাপতি সমিত দাস সহ জেলা বিজেপি নেতৃত্ব। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল।
/anm-bengali/media/media_files/cNXrmbpecAt6GHuxHO2I.jpg)
জেলা তৃণমূলের কো-অর্ডিনেটের তথা বিধায়ক অজিত মাইতির দাবি, ভোট পরবর্তী হিংসার নামে আষাঢ়ে গল্প ফাঁদছে বিজেপি। পাড়াগত বা পারিবারিক গন্ডগোল হলেও তৃণমূলের নাম দিয়ে চালানোর চেষ্টা চালানো হচ্ছে। এভাবে বিভিন্ন এলাকায় প্ররোচনা তৈরি করা হচ্ছে বলেও দাবি অজিত মাইতির। শাসক শিবির যাই বলুক না কেন একের পর এক অভিযোগে শাসকদলের অন্দরে অস্বস্তি যে ক্রমে বাড়ছে তা বলাই বাহুল্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us