এ কি কান্ড! সোনা, রুপো নগদ টাকার সাথে জুতো নিয়ে চম্পট চোরের

জুতো নিয়ে চম্পট চোরের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-21 2.40.56 PM

নিজস্ব প্রতিনিধি: এ কি কান্ড! সোনা, রুপো নগদ টাকার সাথে জুতো নিয়ে চম্পট। এমনই চুরির ঘটনা ঘটলো কাঁকসা থানার কালীগঞ্জের খ্রিস্টান পল্লী এলাকায়। তদন্তে পুলিশ।আঁধার নামলেই ঘুরছে চোরের দল। সুযোগ পেলেই সাফ করে দিচ্ছে ফাঁকা বাড়ি। এবার চুরির ঘটনা ঘটলো কাঁকসা থানার কালীগঞ্জের খ্রিস্টান পল্লীর আবাসনে। প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ। পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বাইয়ে থাকেন আবাসনের মালিক বিপ্লব আঙ্কুরি এবং অন্যত্র থাকেন আরেকটি আবাসনের মালিক প্রদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান আবাসনের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন লন্ডভন্ড হয়ে পড়ে আছে সবকিছু। খবর দেওয়া হয় কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশকে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুজনকে। চুরির চিত্র দেখা যাচ্ছে। নগদ এবং সোনা দানা মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে বলে অভিযোগ।

পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে। বিপ্লব অঙ্কুরির দাদা প্রভাস অঙ্কুরের দাবি, "ভাই মুম্বাইয়ে থাকে সেজন্যই আমি মাঝে মধ্যে এই বাড়িতে আসি দেখতে। আজো আমি দেখতে এসেছিলাম। এসে দেখলাম কলাপসিবল গেটে তালা নেই। ভেতরে ঢুকে দেখলাম আলমারি ভাঙা সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে দুজন দুষ্কৃতির ছবি। আমরা পুলিশকে জানালাম পুরো বিষয়টি। পুলিশ তদন্ত করে দেখছে।"