New Update
/anm-bengali/media/media_files/La67ApWPp8h1y8UIedqS.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৯ নং বলপাই গ্রাম পঞ্চায়েতের বলবাই ট্রেকার স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপির অস্থায়ী পার্টি অফিসে ব্যানার ও পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
বিজেপি নেতা অজিত দত্ত গুপ্তর অভিযোগ, 'রাতের অন্ধকারে মিছিলের নামে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। আমাদের পতাকা, ফ্লেক্স ভেঙেছে। এই বিষয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করব'। অপরদিকে বলপাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মাইতি বলেন, 'বিজেপি মিথ্যে অভিযোগ করছে। এটা ওদের গোষ্ঠী কোন্দল। এরকম কোনো ঘটনাই ঘটেনি'। অপরদিকে এই ঘটনার পর বুধবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয় সবং থানার পুলিশ।
/anm-bengali/media/post_attachments/8d319ad87939c8150d11b296b814c978fe646f0bca5d9ba491d5a6ac0aabbdb1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us