New Update
/anm-bengali/media/media_files/MikOjH18MCCGpZoPxw8b.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় আর জি করের ঘটনায় ডেবরা ব্লকের শ্যামসুন্দরপুর থেকে ডেবরা হাসপাতাল পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হল THE NON POLITICAL VOICE OF THE COMMON PEOPLE।
এদিন প্রায় ১০০০ যুবক যুবতী মিছিলে সামিল হয়। শ্যামসুন্দর ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল পর্যন্ত ৬ কিমি রাস্তা জুড়ে চলে প্রতিবাদ মিছিল। মোমবাতি ও মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতিবাদ জানায় যুবতীরাও। অরাজনৈতিকভাবে এই ধরনের যুবক-যুবতীদের জমায়েত অনেকদিন পর দেখল ডেবরা। এদিন যুবক-যুবতীদের সঙ্গে পা মেলান ডেবরার সর্ব স্তরের মানুষজন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us