ভোটের মধ্যে অশনি সঙ্কেত! রাজ্যে ধেয়ে আসছে ঝড়, দক্ষিণবঙ্গে সতর্কতা জারি

আজ চতুর্থ দফার ভোটের মধ্যেই উত্তপ্ত রাজ্য। এরই মধ্যে রাজ্যের আবহাওয়া নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
kalboishakhiiq1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট আজ। সেই নিয়ে উত্তাল গোটা রাজ্য। আজ সকাল থেকেই চড়াও হয়ে রোদের তেজ। তবে বেলা গড়াতে না গড়াতেই মেঘলা করে এসছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের মূলত চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

cloudw2.jpg

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে। বিশেষত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। এছাড়া বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাগুলোতে

asas

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে একটি শক্তিশালী আর্দ্রতা প্রবাহিত হওয়ার ফলে উত্তর বাংলাদেশ এবং সেই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করেছে। 

Add 1