নিজস্ব সংবাদদাতা: বেলা গড়াতেই দক্ষিণবঙ্গে গরমের প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি স্পর্শ করবে। তবে আজ উত্তরবঙ্গের কালিম্পংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কালিম্পংয়ের আকাশ বেলা ১১ টা থেকেই কালো মেঘে ঢেকে যাবে। দুপুর ২ টো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে। বিকেল ৫ টা পর্যন্ত চলবে বৃষ্টি। তারপর কালিম্পংয়ের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত হয়ে যাবে। তারপর রাত ১১ টা নাগাদ ফের কালিম্পংয়ের আকাশে কালো মেঘ দেখা যাবে। তবে সেই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আজ কালিম্পংয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।