অবশেষে উঠল রেল অবরোধ, খেমাশুলিতে চালু ট্রেন

অবশেষে খেমাশুলি, কোটশিলাতেও উঠল কুড়মি সম্প্রদায়ের রেল অবরোধ। ঝাড়গ্রামের খেমাশুলিতে রাতের দিকে ট্রেন চলাচল শুরু হয়। ট্রেন চলাচল শুরু হয় দক্ষিণ পূর্ব রেলের টাটা-খড়গপুর শাখায়। তবে খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কের উপর অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করা হয়।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
জ

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে খেমাশুলি, কোটশিলাতেও উঠল কুড়মি সম্প্রদায়ের রেল অবরোধ। ঝাড়গ্রামের খেমাশুলিতে রাতের দিকে ট্রেন চলাচল শুরু হয়। ট্রেন চলাচল শুরু হয় দক্ষিণ পূর্ব রেলের টাটা-খড়গপুর শাখায়। তবে খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কের উপর অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করা হয়। আন্দোলনকারীরা জানান, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত অবরোধ চলবে। ১০টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকবে। আবার ৩টে থেকে রাত ১টা পর্যন্ত অবরোধ থাকবে। রাত ১টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে। এদিন সকালে পুরুলিয়ার কুস্তাউরে রেল অবরোধ উঠলেও নতুন করে পুরুলিয়া-মুরি রেল শাখার কোটশিলা রেল স্টেশনে রেল রোকো অন্দোলনে সামিল হন আদিবাসী কুড়মি সমাজ। এর জেরে রবিবার দুপুর থেকে ওই শাখায় রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। একইসঙ্গে পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল কোটশিলা রেল স্টেশনে রেল রোকো আন্দোলনের। সেইমতো এদিন সেখানে জমায়েত করেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। এরইমধ্যে কুস্তাউরে রেল রোকো আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো।