রাজ্যের নৃশংস ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল

উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে ইডি অভিযান চালালে সেখানে বিক্ষোভকারীরা তাঁদের ওপর হামলা করে। এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

author-image
Probha Rani Das
New Update
cvanaandd.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলায় ইডি আধিকারিকদের ওপর হামলার বিষয় নিয়ে এবার মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, “এটি একটি নৃশংস ঘটনা। এটি উদ্বেগজনক এবং শোচনীয়। গণতন্ত্রের বর্বরতা ও ভাঙচুর বন্ধ করা একটি সভ্য সরকারের কর্তব্য। যদি কোনো সরকার তার মৌলিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে সংবিধান ভারত তার পথ ধরবে। যথাযথ পদক্ষেপের জন্য আমি আমার সমস্ত সাংবিধানিক বিকল্প সংরক্ষণ করে রেখেছি। এই প্রাক-নির্বাচন সহিংসতার দ্রুত অবসান হওয়া উচিত এবং এটি সেই শেষের শুরু।”