New Update
/anm-bengali/media/media_files/BoD72OdcosSTSJOyLImw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ৭ মে তৃতীয় দফায় ভোট হতে চলেছে মুর্শিদাবাদে। ভোটের আগে ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার করেছে পুলিশ। এবার মুর্শিদাবাদের ডোমকল থেকে বোমা উদ্ধার হয়েছে।
মুর্শিদাবাদের ডোমকলেরদু’জায়গাথেকেবোমাউদ্ধার করা হয়েছে।আজ ডোমকলেরখিদিরপাড়ায়ব্যাগভরতিবোমা পাওয়া গেছে।ডোমকলেররায়পুরেওএকবালতিবোমাউদ্ধার করা হয়েছে।খবরপেয়েবোমাউদ্ধারকরেপুলিশ।ভোটেরআগেবোমাউদ্ধারেআতঙ্কছড়িয়েছে।খবর দেওয়া হয়েছে বোম ডিস্পোজালকে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us