মণিপুর যখন জ্বলছিল তখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম কোথায় ছিল? প্রশ্ন মমতার

পঞ্চায়েত ভোট (Panchayat Vote 2023) মিটতেই আজ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ তিনি মণিপুর নিয়ে বিজেপিকে নিশানা করেন।

author-image
SWETA MITRA
New Update
mani mamata.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুরে হিংসার প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মণিপুর (Manipur) যখন জ্বলছিল তখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম কোথায় ছিল? এনআরসির কারণে আসাম যখন জ্বলছিল তখন এই দলটি কোথায় ছিল? কয়টি কমিশন এই জায়গাগুলো পরিদর্শন করেছে? দুই বছরের মধ্যে প্রায় ১৫৪টি দল পশ্চিমবঙ্গ সফর করেছে। এগুলো বিজেপির উসকানিমূলক কমিটি, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নয়।“