Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/PZ5qcVHvuhlUGBjRqi3U.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে ৪ আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। সেই নিয়ে আজ বিশেষ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/gwdPeAx22XQe5vGaOB63.jpg)
তিনি বলেছেন, “বিধানসভা উপনির্বাচনে বিজেপির থেকে তিনটি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল। লোকসভা ভোটের পর এবার বিধানসভা উপনির্বাচনেও ৩ আসন হারাল বিজেপি। চক্রান্তের জবাব দিয়েছে বাংলার মানুষ। এই জয় আমরা ২১ শে জুলাইয়ের শহিদদের উৎসর্গ করব। মানুষের জন্য আরও বেশি করে কাজ করতে হবে।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us