রাজ্যে অবৈধ বাজি কারখানা! হবে প্রথম বৈঠক

গত ১৬ মে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরায় একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। যার মধ্যে ১২ জন মারা যান এবং অনেকে আহত হন। সেইসময়ে বিজেপির রাজ্য সভাপতি এগরা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান।

author-image
SWETA MITRA
New Update
fire crackers.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি রাজ্যের একাধিক জায়গা থেকে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিকে এই বিস্ফোরণের জেরে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এহেন অবস্থায় এবার পশ্চিমবঙ্গেরমুখ্যসচিব (West Bengal Chief Secretary) আগামীকালমঙ্গলবার সচিবালয়েরাজ্যজুড়েবিভিন্ন অংশীদারএবংসবুজআতশবাজিপ্রস্তুতকারকদেরসাথেএকটিবৈঠককরবেন।সম্প্রতি পূর্ব মেদিনীপুরের এগরায় (Egra Blast) অবৈধকারখানায়বিস্ফোরণে১১জনেরমৃত্যুরহয়েছে। এবার এই ঘটনার পরএটাইহবেপ্রথমবৈঠক।