দিল্লিতে অভিষেক, বাংলায় অগ্নিমিত্রা আটক

বুধবার সকালে অশান্ত হয়ে উঠল আসানসোল (Asansol)। জানা গিয়েছে, বিজেপির ‘আমার মাটি আমার দেশ' কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র চেহারা নিল আসানসোল।

author-image
SWETA MITRA
New Update
agni arres.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ আসানসোলে বিজেপির কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয়। আসানসোলে পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul) গ্রেফতার করল পুলিশ। আসানসোলে 'মেরি মাটি মেরা দেশ' শীর্ষক একটি সমাবেশ করছিল বিজেপি। 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি-সহ তৃণমূল নেতাদের আটক করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা না করায় কৃষি ভবনে অবস্থান ধর্মঘটে বসেন এই সমস্ত নেতারা। পুলিশ জোর করে তাদের সবাইকে সেখান থেকে সরিয়ে দেয়। মহিলা পুলিশ মহুয়া মৈত্রকে কোলে নিয়ে তাকে হেফাজতে নেয়। সব নেতার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।