সন্দেশখালি কাণ্ডে নয়া তরজা, কলকাতা হাইকোর্টের নির্দেশ! কি বললেন এসপি?

সন্দেশখালি নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। এই বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করলেন বসিরহাটের পুলিশ সুপার ডঃ হোসেন মেহেদী রেহমান।

author-image
Probha Rani Das
New Update
basirhat spp.jpg

নিজস্ব সংবাদদাতাঃবসিরহাটের পুলিশ সুপার ডঃ হোসাইন মেহেদী রেহমান বলেছেন, “আজ এখানে শান্তি ছিল। শুধু একটা জায়গায় অশান্তি হয়েছে কয়েকজন নারী স্লোগান দিচ্ছিলেন, তাদের সঙ্গে কথা বলা হয়। এদিন আর কাউকে গ্রেফতার করা হয়নি। গতকালের ঘটনায় ১০ জনকে আটক করে আদালতে পেশ করা হয়েছে।

সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, “ঘটনাটি ঘটেছিল ৯ ফেব্রুয়ারি। সেটা আমরা সবাই জানি। এটি একটি মানবিক ভুল। তদারকিতে থাকা সব কর্মকর্তার খোঁজখবর নেওয়া হচ্ছে। যা যা ব্যবস্থা নিতে হবে, তা দফতর নেবে।” 

Add 1

স্ব

স

Addd 3