/anm-bengali/media/media_files/goRIrZDcTtkMI87K9tUT.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে অশান্তি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকাল থেকেই রাজ্যে একের পর এক মৃত্যু লেগেই রয়েছে রাজ্যে। শুধু বিরোধীরা নয়, প্রাণ গিয়েছে তৃণমূল কর্মীদেরও। বুথে বুথে সংঘর্ষ উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্যে অস্ত্রের ঝনঝনানি, বোমার শব্দ, অবিরাম গুলির চলমান দৃশ্য ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনকে রক্তের হোলি খেলায় পরিণত করেছে। এই পরিস্থিতিতে বহু মানুষ বলছেন, ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনের নৃশংসতাকেও ছাড়িয়ে গিয়েছে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন। বহু মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ জানাচ্ছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এত মৃত্যু রাজ্যে আগে হয়নি। যখন তখন মৃত্যু খবর আসছে। তাদের নিরাপত্তার কি হবে? এই বিষয় নিয়েই ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। ঘর থেকে বেরোতে চাইছেন না অনেক মানুষই। প্রসঙ্গত, রাজ্যে এখনও পর্যন্ত ২৬ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ২৬ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দিক থেকে বিরোধীদের সঙ্গে শাসকদলের সংঘর্ষের খবর সামনে আসছে। কোথাও ব্যালট বাক্সের ঠাঁই হচ্ছে পুকুরের মধ্যে আবার কোথাও ব্যালট বাক্সের ঠাঁই হচ্ছে নর্দমায়। আগুন জ্বলছে দিকে দিকে। ক্যামেরার সামনেই চলছে ছাপ্পা ভোট। এছাড়াও ক্যামেরার সামনেই বন্দুক উঁচিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি চলছে। ভোট কর্মীদের মাথায় বন্দুক ঠেঁকিয়ে অবাধে ভোট লুট চলেছে। কাঁদছেন ভোটাররা, কাঁদছেন ভোটকর্মীরা। ইতিমধ্যেই বিরোধী নেতা ও নেত্রীরা শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন। রাজ্যে রাক্ষসতন্ত্র চলছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের করার বিষয়ে জানিয়েছেন। ভোটের পূর্বে তৃণমূলের তরফে জানানো হয়েছিল রাজ্য জুড়ে শান্তির ভোট হবে। এই পরিস্থিতিতে বহু মানুষ বলছেন কি রকম শান্তির ভোট হচ্ছে? একি শ্মশানের শান্তি? ভোট চলাকালীনই এত সংঘর্ষ, ভোটের পর তাহলে কি হবে? এই বিষয় সাধারণ মানুষের মনে ভয়ের সৃষ্টি করছে। প্রশ্ন উঠছে, আর কত প্রাণ যাবে রাজ্যে? পঞ্চায়েত ভোটের বলি হবেন আর কত জন? উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজ্যে জরুরি অবস্থা জারি করার দাবি জানিয়েছেন। বিভিন্ন দিকে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বয়ং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us