New Update
/anm-bengali/media/media_files/tgmFmbMMo4a1SHBd3r9k.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজল কালনা। রাত ১১ টা নাগাদ কালনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। বেশকিছুক্ষণ ব্যাপক বৃষ্টি হওয়ার পর বর্তমানে চলছে হালকা বৃষ্টি। বৃষ্টির ফলে গরমের ভাব কেটে গিয়েছে কালনায়। এখনও আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। বর্তমানে কালনায় ২৭ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। রাত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও নামবে। আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us