ঝড়-বৃ্ষ্টি নাকি ভ্যাপসা গরম? সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?

শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

author-image
Pallabi Sanyal
New Update
weather update

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : কখনো রোদ, কখনো বৃষ্টি - এভাবেই কেটেছে চলতি সপ্তাহের বাকি দিনগুলো। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া, প্রশ্ন এখন একটাই। শনিবার সকাল থেকেই চড়া রৌদ্র।  চাঁদিফাটা রোদে বাড়ছে অস্বস্তি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলকাতায় পারদ পতনের তেমন কোনো সম্ভাবনা না থাকলেও শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সম্ভাবনা রয়েছে ঝড়-বৃষ্টির।  এরপর রবিবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ছুটির দিনে মহানগরীতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে  বলে জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে।