নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মের রুক্ষ রূপ আরও প্রকট হতে চলেছে। আজ, শুক্রবার, ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে চরমে। সকাল শুরু হবে তুলনামূলকভাবে কিছুটা হালকা আবহাওয়ায়—সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা চড়তে শুরু করবে, এবং দুপুর নাগাদ পারদ ছুঁতে পারে প্রায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
/anm-bengali/media/media_files/2025/01/23/6alanHCLrDnO6JAjmEP7.jpeg)
দিনভর গড় তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। আর্দ্রতার মাত্রা তুলনামূলকভাবে কম, থাকবে প্রায় ৩৮%, ফলে বাতাসে থাকবে শুষ্কতা, যা গরমকে আরও অস্বস্তিকর করে তুলতে পারে। বাতাস বইবে পশ্চিম দিক থেকে, গতিবেগ থাকবে প্রায় ৫.৩ কিমি প্রতি ঘণ্টা। তবে এই বাতাস খুব একটা স্বস্তি দেবে না, কারণ গরম ও আর্দ্রতা মিলিয়ে তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। সতর্কতা হিসেবে বাইরে বের হলে অবশ্যই ছাতা, সানগ্লাস এবং পর্যাপ্ত জল সঙ্গে রাখুন।