Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/ba32P9akJAU0zMdm3oM3.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: এবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে ঘাটাল শহরে ধিক্কার মিছিল ঘাটাল আদালতের আইনজীবী ও ল-ক্লার্কদের।
ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী ও ল-ক্লার্করা একজোট হয়ে ব্যানার প্লাকার্ড হাতে 'We want Justice" স্লোগান তুলে কলকাতায় আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে খুন-ধর্ষণের মতো নৃশংস ঘটনার প্রতিবাদে ঘাটাল শহরে ধিক্কার মিছিল করে।
ঘাটাল আদালত থেকে মিছিল শুরু হয়। পাঁশকুড়া বাসস্ট্যান্ড, সেন্ট্রাল বাসস্ট্যান্ড, মহকুমাশাসক কার্যালয় হয়ে পুনরায় আদালতে মিছিলটি শেষ হয়। কালো ব্যাজ পরে ঘটনার প্রতিবাদ জানান ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী ও ল-ক্লার্করা। তার আগে ঘাটাল মহকুমা হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা আর জি কর মেডিক্যাল কলেজের নৃশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে। এবার প্রতিবাদে সামিল হতে দেখা গেল আইনজীবীদেরও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us