/anm-bengali/media/media_files/2025/04/19/SgoDpjJYWAJjsZEMcvsK.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ মুর্শিদাবাদে দুর্গতদের কথা শুনলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকালেই মুর্শিদাবাদের জাফরাবাদে সরাসরি চলে যান রাজ্যপাল। সেখানে নিহত বাবা-ছেলের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সাথে দেখা করেন তিনি। তারাও রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়েন। নিরীহ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এমনকি জাফরাবাদের অন্যান্য মানুষদের সাথেও দেখা করেন রাজ্যপাল। এরপর সেখান থেকে সোজা বেড়িয়ে যান কলকাতার উদ্দেশ্যে। আর এখানেই নতুন করে উত্তেজনা শুরু হল সামশেরগঞ্জে।
এদিন রাজ্যপালের গাড়ি ও তাঁর সাথে থাকা নিরাপত্তারক্ষীদের একটি কনভয় সামশেরগঞ্জের বেতবোনা এলাকা অতিক্রম করতেই রাস্তায় বিক্ষোভে বসে যান গ্রামবাসীরা। ফলে রাজ্যপালের বাকি কনভয় সেই বিক্ষোভের মুখেই আটকে যায়। বেতবোনা গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে বলেন, “রাজ্যপাল আমাদের কথা শুনলেন না। আমাদের দুর্দশার কথা জানতে চাইলেন না। এটা কীভাবে হয়?”
/anm-bengali/media/post_attachments/c202f196-421.png)
গ্রামবাসীদের আরও অভিযোগ, পুলিশ নাকি রাজ্যপালের কনভয়কে দাঁড়াতে দেয়নি। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সবহারারা। তারা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে প্রতিবাদ করে। পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে এমনই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে আসতে হয় পরিস্থিতি সামাল দিতে। পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
#WATCH | West Bengal Governor CV Ananda Bose arrives in Dhuliyan to meet the victims of Murshidabad violence. pic.twitter.com/EiF5p4CvdN
— ANI (@ANI) April 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us