নিজস্ব সংবাদদাতা: কেরালা সফর কাটছাঁট করে আজ সন্দেশখালির পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস। বর্তমানে ধামাখালি অতিক্রম করছে রাজ্যপালের কনভয়। যা খবর পাওয়া যাচ্ছে, নদীপথে যাবেন সন্দেশখালিতে। এরই মধ্যে বিক্ষোভের মুখেও পড়তে হল রাজ্যপালকে।
এদিন যখন রাজ্যপালের কনভয় মিনাখাঁ-মালঞ্চ রোড অতিক্রম করছে সেই সময় ১০০ দিনের প্রাপ্য টাকা পাওয়ার দাবিতে রাস্তার দু’ধারে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কার্যত এমনই বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে। এমনকি সংবাদমাধ্যমকেও বাধা দেওয়া হয় সন্দেশখালি যেতে। শেষ পর্যন্ত রাজ্যপালের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারী গ্রামবাসীদের কথা শোনেন তিনি, আশ্বাস দেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। একই সাথে সংবাদমাধ্যমকেও ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন তিনি। স্বাভাবিক ভাবেই কোনও বাধাই এদিন কাজে লাগেনি।