কাঁসাই নদীর জলে জেরবার ডেবরা

কয়েকদিনের বৃষ্টিপাতেই জল জমেছে কাঁসাই নদীতে। তারফলে জেরবার হয়ে উঠেছে ডেবরা।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-06-20 at 11.22.03 AM

DEBRA

নিজস্ব সংবাদদাতা - এবার মাত্র কয়েকদিনের বৃষ্টিতেই জল জমেছে ডেবরার কাঁসাই নদীতে। আজ শুক্রবার ভোরেই ডেবরা এলাকায় কাঁসাই নদীতে জল আসে। এরফলে বিভিন্ন এলাকার অস্থায়ী রাস্তা চলে গেছে জলের তলায়। সকাল থেকে যাতায়াতের জন্য ব্যাবস্থা নেওয়া শুরু করেছে ঘাট কর্তৃপক্ষ। সব জায়গাতেই নৌকার ব্যাবস্থা করা হচ্ছে। তবে ডেবরার টাবাগেড়্যা এলাকায় চরম বিপাকে পড়তে শুরু করেছে মানুষজন।

WhatsApp Image 2025-06-20 at 11.22.24 AM
DEBRA

সমস্যায় পড়েছেন ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তরের দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন। অনেককেই ঘুরপথে লোয়াদা হয়ে ডেবরা আসতে হচ্ছে। জল ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে সবাইকে। স্কুল পড়ুয়া,রোগীসহ প্রায় সকল সাধারণ মানুষকেই। যার ফলে ফের উঠছে পাকা সেতুর দাবী।