ভারী বৃষ্টি, মুকুটমণিপুরে কংসাবতীতে জল ছাড়ার পরিমাণ বাড়ল

কে নিল এই সিদ্ধান্ত?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-16 at 2.08.50 PM

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও আগামী কয়েকদিনের ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে কংসাবতী নদীতে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করল সেচ দফতর। চলতি মরসুমে গত কয়েকদিন ধরে মুকুটমণিপুরের কংসাবতী জলধার থেকে কংসাবতী নদীতে ১৭ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যার পর জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে ২৭ হাজার ৫০০ কিউসেক করা হল বলে সেচ দফতর জানায়।

Mukutmanipur Dam - Wikipedia