/anm-bengali/media/media_files/2025/09/05/whatsapp-image-2025-09-05-at-2025-09-05-10-46-09.jpeg)
DEBRA
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের সাবিগেড়িয়া গ্রামের মানাপাড়ায় প্রায় সাতটি পরিবার পানীয় জলের সমস্যায় ভুগছেন। প্রশাসনের পক্ষ থেকে (হ্যান্ড পাম্প) টিউবওয়েল দেওয়া হলেও সেই কল থেকে খাওয়ার অযোগ্য নোংরা দুর্গন্ধযুক্ত জল বেরোচ্ছে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জল পরীক্ষা করার জন্য জলের স্যাম্পেল নিয়ে যাওয়া হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/05/whatsapp-image-2025-09-05-at-1-2025-09-05-10-45-49.jpeg)
তবে দুই বছর আগে থেকে এখনও পর্যন্ত পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ পরিবারগুলির। এমনকি পি ই ই (PEE)-র জলের পাইপ লাইনও হয়নি। পাশাপাশি এলাকার একটি গ্রামীন রাস্তাও খারাপ। চলার অযোগ্য, কর্দমাক্ত রাস্তার বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে এবং লিখিত দেওয়া হয়েছে। এই খবর বিডিওর কাছে পৌঁছাতেই তিনি বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কবে মিলবে এই দুই জ্বলন্ত সমস্যার সুরাহা সেদিকেই তাকিয়ে গ্রামবাসী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us