জলমগ্ন ঘাটালে ফের অশনি সংকেত! ধেয়ে আসছে অতিভারী বৃষ্টি

রাস্তাঘাট এখনও জলের তলায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-07-24 at 19.38.02

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রায় ২০ দিন ধরে জলমগ্ন ঘাটাল। এখনও ঘাটাল পৌর এলাকা সহ ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা ও দাসপুরের নাড়াজোলের বেশ কিছু এলাকা জলমগ্ন। কোথাও কোথাও হাঁটু সমান ও কোথাও কোমর সমান জল পেরিয়ে চলছে যাতায়াত।

গ্রামীন এলাকাগুলিতে রাস্তাঘাট এখনও জলের তলায় তার উপরে আজ থেকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি যদি হয় নদীতে যদি জল বাড়ে তাহলে ঘাটালের বন্যা পরিস্থিতি অবনতি হবে মনে করছে ঘাটালবাসী। এতেই চরম দুশ্চিন্তায় বন্যা কবলিত ঘাটালের মানুষজন।

এই বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, সমস্ত দিকে নজর রাখছে মহাকুমা প্রশাসন।প্রশাসনের তরফে এখনও জলমগ্ন এলাকায় ত্রাণ বিলি, রান্না করা খাবার বিতরণ সহ মেডিক্যাল ক্যাম্প চলছে।আজ বৃহস্পতিবার থেকে ফের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের। সকাল থেকে আকাশের মুখভার, নতুন করে আবার কয়েকদিন ভারী বৃষ্টি হলেই নদীর জলস্তর বাড়বে, আর সাথে সাথেই জলমগ্ন এলাকাগুলিতে জল বাড়তে শুরু করবে দ্রুত হারে। ফলে জল কমার সময়ে নতুন করে আবার জল বাড়া শুরু হলে জলবন্দি হয়ে আরও দিন কাটাতে হবে ঘাটালের বাসিন্দাদের।